ওলমো-ভিক্তরের জন্য বিলবাও ম্যাচ জিততে মরিয়া ছিল বার্সা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৯
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিয়ে সুসংবাদ পাওয়ায় আরও উজ্জীবিত হয়ে উঠেছিল বার্সেলোনা। ম্যাচেও এর প্রমাণ মেলে। পরে কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বললেন, এই দুইজনের জন্য ম্যাচটি জিততে মরিয়া ছিল তারা।
সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমি-ফাইনালে বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দুই অর্ধে একটি করে গোল করেন গাভি ও লামিনে ইয়ামাল।
চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে ওলমো ও ভিক্তরকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল বার্সেলোনা। গত গ্রীষ্মের দলবদলে এই দুজনকে দলে টানে তারা। কিন্তু লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ