নিউক্যাসেলের চমক, আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে চমক দেখিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। মিকেল আরতেতার দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুর্দান্ত জয়ে ফাইনালে এক পা রেখেছে ইডি হাওয়াইয়ের দল।
মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলের হয়ে গোল করেন আলেক্সান্ডার আইজ্যাক (৩৭ মিনিটে ) ও অ্যান্থনি গর্ডন (৫১ মিনিটে)। নিউক্যাসেলের জার্সিতে গতকাল ৫০তম গোলটি করেন আইজ্যাক।
হোমে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্সেনালও। দারুণ ফিনিশিংয়ের অভাবে চেষ্টার শেষ দেখতে পারেনি গানাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার গোল্ডেন চান্স মিস করেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ