দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে?
ভারত-বাংলাদেশের সম্পর্কের গতিশীলতা সাম্প্রতিক সময়ে আশাব্যঞ্জক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও অতীতে পারস্পরিক সম্পর্কের মধ্যে উত্তেজনা ও বিরোধ ছিল, বর্তমানে দুই দেশ একে অপরের প্রতি আস্থা এবং সম্মান বাড়ানোর প্রতি আগ্রহ দেখিয়েছে। দুই প্রতিবেশী দেশই একসাথে উন্নতি ও সমৃদ্ধি অর্জনে সহযোগিতার প্রস্তাব দিচ্ছে, যা সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করছে।
গত কয়েকমাসে দুটো দেশের সরকার নিজেদের মধ্যে যে ঠিক 'বন্ধুপ্রতিম' ব্যবহার করেনি, সেটাও দিনের আলোর মতো স্পষ্ট।
তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দু'পক্ষ থেকেই দেখা যাচ্ছে, যা থেকে দিল্লিতে অন্তত কোনও কোনও পর্যবেক্ষক ধারণা করছেন নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে।
এর কারণটা খুব সহজ, তাগিদ আছে দু'পক্ষেরই! ভারত ও বাংলাদেশকে যে পরস্পরের স্বার্থেই নিজেদের মধ্যে কূটনৈতিক, স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে 'মোটামুটি একটা সুসম্পর্ক' রেখে চলতে হবে, এই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।