
৬ লাশ পোড়ানোর মামলা: ১৬ আসামির বিচার শুরুর আদেশ
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট ছয় মরদেহ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যার অভিযোগে করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ৭ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র ও গত ১৩ আগস্ট আসামি পক্ষের শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেছেন। তারই ধারাবাহিকতায় আজ এই আদেশ দেন আদালত।
ট্রাইব্যুনালে অভিযোগ গঠনে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।