ঢাকা ও চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেইসঙ্গে দমকা বা ঝড়োর হাওয়ার আভাস দিয়ে চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিপ্তর।
এদিকে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে এক আবওহাওয়া সতর্কবার্তায় অধিদপ্তরের আবওহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, "সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি. (২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।
"অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।”
আবওহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।