পুলিশের প্রতিবেদনের ‘অপেক্ষায়’ জাতিসংঘ
ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে জাতিসংঘের একটি অগ্রবর্তী এবং তথ্যানুসন্ধান দল তদন্ত করেছে। তথ্যানুসন্ধান দলের বাংলাদেশে মাঠপর্যায়ে কাজ শেষে গত বছরে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের একটি সংস্থার প্রতিবেদন না পাওয়ায় এখনো আটকে আছে প্রতিবেদনের কাজ।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পাওয়া তথ্য বলছে, জুলাই অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদন জমা না দেওয়ার তথ্য সঠিক নয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), টেলিযোগাযোগসহ অন্যান্য সংস্থার প্রতিবেদন জাতিসংঘে অনেক আগে চলে গেছে। শুধুমাত্র পুলিশের প্রতিবেদন এখনো জাতিসংঘে পাঠাতে পারেনি সরকার। তবে খুব শিগগিরই যেন সংস্থাটির প্রতিবেদন জাতিসংঘে পাঠানো যায়, সেজন্য তাগিদ দেওয়া হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠি লেখেন।