মূল্যস্ফীতি-ক্ষুধার বৃত্তে কষ্ট বেড়েছে মানুষের
একটি অনুষ্ঠানের বেঁচে যাওয়া মাংসের কোরমা আর ঝোলে মাখামাখি হওয়া পোলাও নিয়ে মহাখালী কাঁচাবাজার সামনে বসে বিক্রি করছিলেন একজন। সেখানে একজন ক্রেতা পোলাও দরদাম করছেন; কথা বলে জানা গেল, পেশায় তিনি দিনমজুর।
কেন দারদাম করছেন এই খাবার, প্রশ্ন করতেই অসহায়ত্ব ঝরে পড়ে জহির উদ্দিন নামের এই ব্যক্তির কণ্ঠে।
“পরিবার নিয়া আমি থাকি কড়াইলে। ওইখানে ২ বছরে দুই বার ঘর ভাড়া বাড়ছে। রোজগার তো বাড়ে নাই। দুইটা ছোট-ছোট বাচ্চা আছে। খরচ শুধু বাড়েই। বহুদিন গরুর মাংস কেনা সম্ভব হয় না। এখানে দেখে একটু কম দামে পাওয়া যায় বলে মাংসের কোরমা কিনতে চাইতেছিলাম।”
সেদিন বৃহস্পতিবার। তেজগাঁও শিল্প এলাকায় টিসিবির ট্রাকের সামনে দেখা গেল লম্বা লাইন। সেখানে কথা হয় ৬০ বছরের রহিমা খাতুনের সাথে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও কিছুই পাননি তিনি।
আক্ষেপ করে সাততলা বস্তির এই বাসিন্দা বলেন, “কয়ডা ট্যাকা বাঁচানের লাইগা খাড়াইছিলাম। কিন্তু, মাল শেষ। তিন কূলে কেউ নাই আমার। স্বামী নাই, পোলা-মাইয়াও নাই। যেই দাম জিনিসপত্রের, চলতে পারি না।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- মূল্যস্ফীতি
- মূল্যস্ফীতির হার