পূর্ণ বিপ্লবের অপেক্ষায়
ব্যাপারটা দাঁড়াল, ঘাম দিয়ে জ¦র ছাড়ার মতো। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে ছাত্র-গণ-অভ্যুত্থানের রূপকার শিক্ষার্থীরা গত খ্রিস্টীয় বছরের শেষ দিনে, অর্থাৎ ৩১ ডিসেম্বরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বিপ্লবের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দিতে চেয়েছিলেন সেটা হয়নি ওই দিন।
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিজেরাই প্রোক্লেমেশন অব রেভল্যুশন জারির অঙ্গীকার করে শিক্ষার্থীদের প্রোক্লেমেশন থামিয়েছে। শিক্ষার্থীরা সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিয়ে এর মধ্যে কাজটা সারতে বলেছেন। তারা বলেছেন, প্রোক্লেমেশন যারাই জারি করুক, বাস্তবায়ন করতে হবে সরকারকেই। কাজেই সরকার নিজেই যদি সেই প্রোক্লেমেশন জারির ভার নেয় তাতে কাজ একধাপ এগিয়ে যায়। এখন ভালোয় ভালোয় ব্যাপারটার সুরাহা হলেই হয়।