শখের বারান্দা সেজে উঠুক বেগুনি ফুলে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
পছন্দের রং বেগনি। তা দিয়েই একচিলতে বারান্দার শখের বাগান সাজিয়ে ফেলতে চান? কিন্তু সেই তালিকায় কোন কোন গাছ রাখবেন বুঝতে পারছেন না? তাহলে বেছে নিন ডালিয়া, থেকে পিটুনিয়া, গ্ল্যাডিওলাস।
ডালিয়া : লাল, হলুদ, সাদা—এই রংগুলো ডালিয়ায় সচরাচর দেখা যায়। তবে একটু খুঁজলে বেগুনি ডালিয়াও পাওয়া যাবে। গাঢ়, হালকা বেগুনি নানা ধরনের রং হয় শীতের ফুলটিতে।
জেরানিয়াম : বাগানে ফুটে থাকা জেরানিয়ামের সৌন্দর্যও কম নয়। সাদা, লালের আধিক্য দেখা গেলেও বেগুনি জেরানিয়াম ফুলও হয়। ঝুলিয়ে রাখা টবে বেগুনি জেরানিয়াম ফুটে থাকলে দূর থেকেও সবার চোখ সে দিকে পড়বে।
গ্ল্যাডিওলাস : শখের বাগানে বেগুনি ফুলের তালিকায় রাখতে পারেন গ্ল্যাডিওলাস। তবে শীতের চেয়ে এই ফুল বসন্তে ভালো ফোটে। বিভিন্ন রঙের গ্ল্যাডিওলাস হয়। গোলাপি, সাদা, গাঢ় লাল, বেগুনি, নীল।
- ট্যাগ:
- লাইফ
- বারান্দায় বাগান
- শখের কাজ