২০২৪ শেষে কী আসবে
২০২৪ বাংলাদেশের ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছে, যার ভার আমাদের তাড়িত করবে ভয়াবহ যন্ত্রণা-নিপীড়ন আর জুলাই হত্যাকাণ্ড থেকে উঠে আসা ক্রোধ-ক্ষোভ ও ক্ষত নিয়ে; আবার জ্বলজ্বল করবে আমাদের অভূতপূর্ব লড়াই ও প্রতিরোধের প্রেরণা নিয়ে। তবে সেই জ্বলে ওঠা প্রেরণার পাটাতনে বিভাজনের বীজ জুলাই-উত্তর সময়ে যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে শঙ্কা জাগে, চব্বিশ শেষ হয়ে পঁচিশ কি আদৌ আসবে? যদি আসে, তবে তার চেহারা কেমন হবে? এর দুই রকম উত্তর হতে পারে—কেমন চাই আর কেমন পাওয়া সম্ভব! যেহেতু ভবিষ্যদ্দ্রষ্টা নই, কাজেই প্রথম ধরনের উত্তরেই সন্তুষ্ট থাকতে হবে।
একাত্তরে ধ্বংস আর হত্যার হোলিতে লাখ লাখ প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের ৫৩ বছর পরে দেখি, রাষ্ট্র এ জনযুদ্ধের মূল তাগিদ বা চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। সংবিধান যেসব অধিকার বাংলাদেশের নাগরিকদের দিয়েছে, তার সবটা অর্জিত হয়নি। শ্রেণি-ধর্ম-বর্ণ-জাতিসত্তা-লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ দৃশ্যমান। কথা বলার স্বাধীনতা বা ক্ষুদ্র জাতিসত্তার অধিকার, নারী ও লিঙ্গবৈচিত্র্যের মানুষদের অধিকার অর্জিত হয়নি, কৃষক-শ্রমিক-হকারের জীবনমানের উন্নয়ন হয়নি।