You have reached your daily news limit

Please log in to continue


নতুন বছরে দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। চলতি বছর অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি, বন্যা, গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ, খরা, দেরিতে শীত নামা, শৈত্যপ্রবাহ, বছরজুড়ে ঘূর্ণিঝড়ের ডঙ্কার মধ্যেই কেটেছে দেশবাসীর। প্রতি বছর ঘটছে মৃত্যু, বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে নেই উল্লেখযোগ্য টেকসই পরিকল্পনা।

দুর্যোগ এলে সেই অভিজ্ঞতা থেকে রক্ষার উপায় না খুঁজে আলোচনা-সমালোচনায় মেতে থাকা দীর্ঘদিনের সাধারণ অনুশীলনে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুর্যোগ পরবর্তীসময়েও বিভিন্ন রোগে প্রাদুর্ভাব প্রাণ হারাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। এতে মানবসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ছে অবকাঠামো। এতে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধে পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নিতে না পারলে যত দিন যাবে, বাংলাদেশ আরও ভয়াবহ সব প্রাকৃতিক বিপর্যয়ে পড়বে।

যেমন ছিল চলতি বছরের আবহাওয়া

চলতি বছরের জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ না থাকলেও অস্বাভাবিক শীতের অনুভূতির কথা জানিয়েছিলেন বিভিন্ন স্তরের মানুষ। কারণ ছিল দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়া। অন্য বছরের তুলনায় এবার দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশা পড়তে দেখা যায়। কোথাও কোথাও ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কুয়াশা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন