কোহলিকে বাঁচিয়ে দিয়েছে আইসিসি, এই শাস্তি কিছুই নয়
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
মার্ক ওয়াহর মতে, শাস্তিটা একদমই নরমসরম হয়ে গেছে। বিরাট কোহলি খুব ভাগ্যবান। মাইকেল ভনের মতামতও তেমনই। এই যুগে আর্থিক জরিমানা খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নও আর্থিক জরিমানা নিয়েই।
বাজে ও প্রশ্নবিদ্ধ আচরণ থামাতে কোহলির মতো মিলিয়নিয়ার ক্রিকেটারকে আর্থিক জরিমানা ঠিক কতটা কার্যকর—প্রশ্ন গিলক্রিস্টের। শুধু অস্ট্রেলিয়ান ও ইংলিশরাই নন, ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও মনে করেন, কোহলি খুব ভাগ্যবান। আরও বড় শাস্তির সম্মুখীন হওয়া থেকে বেঁচে গেছেন। তবে সরাসরি খোঁচা মেরেছেন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- বিরাট কোহলি