You have reached your daily news limit

Please log in to continue


বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সপ্তাহখানেক বাদেই ঢাকায় আসবে পাকিস্তান। এ লক্ষ্যে আজ (মঙ্গলবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যথারীতি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি পাকিস্তান। এ ছাড়া শাদাব খান এবং হারিস রউফদের মতো তারকারাও বাংলাদেশ সফরে আসছেন না।

কিছুদিন আগেই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।

আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বর্তমানে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে সালমান আগার দলের কাছে পাত্তাই (৩-০) পায়নি শান্ত-মুস্তাফিজরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন