বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ২৩:৪৯

শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ ছিল। প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ে ফিরেছিল টাইগাররা।


কিন্তু শেষ ম্যাচে আর পারলো না। আরও একবার চরম ব্যাটিং ব্যর্থতা দেখালো মেহেদী হাসান মিরাজের দল। পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।


লক্ষ্য ছিল ২৮৬ রান। তানজিম হাসান তামিম ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন মারকুটে ব্যাটিংয়ে। কিন্তু ১৩ বলে ১৭ রানেই বোল্ড হয়ে ফেরেন। এরপর ইনসাইডেজে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ বল খেলে খুলতে পারেননি রানের খাতা। ২০ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।


সেখান থেকে পারভেজ হোসেন ইমন আর তাওহিদ হৃদয় কিছুটা সময় দলকে ভরসা দেন। তাদের ৫৮ বলে ৪২ রানের জুটি ভাঙে ইমনের আউটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও