ইতিহাস গড়ার লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১৪:৫৭

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই শোভা পাবে সিরিজের সোনালী ট্রফি।


আজ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। যে কারণে আগে ফিল্ডিং করবে মেহেদী হাসান মিরাজের দল।


এবারের সফরে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।


পাল্লেকেলেতে আজ ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে লাল-সবুজবাহিনী।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও