
সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের গ্লানি ভুলে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ কামব্যাকের পর এবার শ্রীলঙ্কার মাঠে প্রথম সিরিজ জয়ের সুযোগ মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তবে আবহাওয়ার পূর্বাভাসে আছে ভারী বৃষ্টির শঙ্কা।
এর আগে ২০১৩ ও ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জেতে বাংলাদেশ। সেই দুই দফায়ই বৃষ্টিতে পণ্ড হয় একটি করে ম্যাচ। দুই দলের ১-১ সমতায় শেষ হয় সিরিজ।
প্রকৃতির চোখরাঙানি এড়িয়েই এবার সিরিজ জয়ের অভিযানে নামতে হবে দুই দলের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত স্রেফ একবার প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের করেছিল তারা।
সিরিজ জিততে হলে এবার প্রায় দশ বছর আগের সেই সুখস্মৃতি ফেরাতে হবে বাংলাদেশের।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ