You have reached your daily news limit

Please log in to continue


বর্ষসেরা দেশ বাংলাদেশ

ব্রিটিশ বনেদি সাময়িকী দ্য ইকোনমিস্ট দুই হাজার চব্বিশ সালের সেরা দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তাদের গত সপ্তাহের সংখ্যায় এ সংক্রান্ত খবরে তারা উপ-শিরোনাম দিয়েছেন ‘বাংলাদেশ বিগিনস এগেইন’। চব্বিশ চলে যাওয়ার জোগাড়যন্ত্র করছে যখন, তখন ভাবতেই হচ্ছে কেন এবং কীভাবে বাংলাদেশের এই নতুন পরিচয়প্রাপ্তি। সবাই জানে অসম্ভব ঘটনাবহুল ছিল চব্বিশ সাল।

তিনশ পঁয়ষট্টি দিন, আট হাজার সাতশ ঘণ্টার ঘনঘটা সাঙ্গ করে চব্বিশ প্রস্থান করবে, পঁচিশ এসে পাতবে সংসার। কিন্তু এই যে নিত্য চলে যাওয়া-আসা,  দেখার বিষয় যে কালের কপোলতলে কী রেখে গেল বা যাবে এসব পঞ্জিকাবর্ষ প্রবরেরা? সমাজ সংসার দেশ ও দুনিয়ার অভিজ্ঞতার ভান্ডারে কী জমবে বা কেমন দাঁড়াবে তার যোগ-বিয়োগের জমা খরচের জের?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন