You have reached your daily news limit

Please log in to continue


বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রাম চালু করতে চাইলে তা ইতিবাচকভাবে দেখা হবে

১৯৭১ থেকে ১৯৭৩ সালের কথা। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় আমি বেশকিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হয়েছিলাম। তারা স্কুল কিংবা কলেজগামী শিক্ষার্থী ছিলেন। কারণ সে সময় মালয়েশিয়ায় উন্নত মানের স্কুল-কলেজ ছিল না। সে সময় এ দেশ থেকে আমাদের দেশেও শিক্ষার্থী আসত। কিন্তু বর্তমানে আমরা একটি উন্নত মালয়েশিয়া দেখতে পাচ্ছি। এখন আর মালয়েশিয়া থেকে কেউ পড়তে আসে না আমাদের দেশে।

বরং পাশ্চাত্যের শিক্ষার্থীরা সেখানে পড়তে যায়। কারণ তাদের বৈশ্বিক র‍্যাংকিংয়ে স্থান পাওয়া, আন্তর্জাতিক মানদণ্ডের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এমন শিক্ষাপ্রতিষ্ঠান যদি সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে আমাদের দেশেও সম্ভব। কারণ আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি প্রতিভাসম্পন্ন। এর একটা বহিঃপ্রকাশ দেখেছি আমরা জুলাই-আগস্টে। তারা এতটাই নিবেদিত ও সংকল্পবদ্ধ যে প্রতিভাদীপ্তভাবেই তারা বিষয়টিকে (গণ-অভ্যুত্থান) সম্ভব করেছে। স্লোগানকে তারা অস্ত্রে পরিণত করেছে। কী সুন্দর সুন্দর স্লোগান তারা নিয়ে এল, যেগুলো দিয়ে তারা মেশিনগান ও ট্যাংককে প্রতিহত করেছে। এর মাধ্যমে তারা পুরো জাতিকে একত্র করে নিয়ে এসেছে। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন