মিল্কভিটার গো-চারণ ভূমিতে ঘাসের বদলে শসা চাষ!

বিডি নিউজ ২৪ শাহজাদপুর প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মিল্কভিটার গো-চারণ ভূমির প্রায় ১৫০ বিঘা জমিতে ঘাস চাষের পরিবর্তে শসার আবাদ করা হচ্ছে।


স্থানীয় দুগ্ধ খামার সমিতি ও কিছু কর্মকর্তার যোগসাজশে মিল্কভিটার নামে সরকারিভাবে বরাদ্দের এসব জমি ইজারা নিয়ে কৃষকরা শসা চাষ করছেন বলে অভিযোগ উঠেছে।


উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু এলাকায় এমন ঘটনায় শসা চাষিরা লাভবান হলেও গো-চারণ ভূমি কমে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা।


বাঘাবাড়ি মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক বলছেন, মাঠে গিয়ে বিষয়টি দেখার সুযোগ নেই। তবে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ওই এলাকার জাবেদ সরকার বলেন, বৃ-আঙ্গারু গ্রামের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী একটি সমবায় সমিতির সভাপতি হাজী আব্দুল লতিফ ও আরেকটির ব্যবস্থাপক তাহেজ আলীর কাছ থেকে প্রতি বিঘা জমি বার্ষিক চুক্তিতে ইজারা নিয়ে শসা চাষ করছেন তিনি।


সরকারিভাবে বরাদ্দ গো-চারণ ভূমি ইজারা নিয়ে অন্য ফসল চাষের নিয়ম আছে কি না জানতে চাইলে আরেক কৃষক আব্দুল জলিল বলেন, “আমরা এতো কিছু জানি না, টাকার বিনিময়ে জমি নিয়ে শসা চাষ করছি। যারা ইজারা দিয়েছে তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও