ছদ্মনামে দেশে ঢুকছে ইয়াবা, ‘নিরাপদ রুট’ সিলেটের জকিগঞ্জ

জাগো নিউজ ২৪ জকিগঞ্জ প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

কেউ বলেন ‘বিচি’, কেউ ‘বোতাম’। আবার কেউ কেউ ‘মাল’ নামেও ডাকেন। বিচি, বোতাম ও মাল—এ তিন নামেই ভারত থেকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবাকে এ তিনটি সাংকেতিক নামেই ডাকেন মাদক কারবারিরা। যে কারণে প্রকাশ্যে ইয়াবার কারবার চললেও ‘বোকা’ বানানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।


সম্প্রতি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান অনুসন্ধান করতে গিয়ে ইয়াবার এ তিনটি ‘সাংকেতিক’ নাম পাওয়া গেছে। এছাড়া ভারত থেকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা ঢোকার অভিনব কৌশলের তথ্যও ওঠে এসেছে জাগো নিউজের অনুসন্ধানে।


আওয়ামী লীগ সরকারের সময় থেকে সিলেটে চিনিকাণ্ড আলোচনায় থাকায় অনেকটা চাপা পড়েছে মাদকবিরোধী অভিযান। যে কারণে ‘নিরাপদ রুট’ হিসেবে সিলেটের জকিগঞ্জ সীমান্তকে ব্যবহার করছেন চোরাকারবারিরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও