দিল্লি তুমি ‘রিয়েলিটি মাইনে’ নাও
রিয়েলিটির ঝড় মেনে ধাওয়া খেয়ে রাশিয়ায় আশ্রয় জুটেছে সিরিয়ার প্রতাপশালী বাশার আল আসাদের। শেখ হাসিনার আশ্রয় হয়েছে ভারতে। ১৯৮১-তে যেখান থেকে বাংলাদেশে তার আগমন ২০২৪-এ সেখানেই তার নির্গমন। এটাই বাস্তবতা, রিয়েলিজম। একাত্তরে পাকিস্তানিরা রিয়েলিটি ‘মাইনে’ নেয়নি। পরিণাম ভুগেছে। গত কয়েক বছর ধরে রিয়েলিটি মানছে না বাংলাদেশের প্রতিবেশি ভারত। চারদিকের প্রতিবেশিদের জ্বালিয়ে অতিষ্ঠ করে তুলছে। শেষতক কুলাতে পারছে না। আবার হালও ছাড়ছে না, দমছে না। উগ্রবাদের গোঁয়ার্তুমিতে ঠেলছে-ধাক্কাচ্ছে।
একনায়কত্বের দর্প এভাবেই গুঁড়িয়ে যায়। তা নির্দিষ্ট কোনো দেশে নয়। সিরিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশ সবখানেই। জাগতিক এই রীতি অতি প্রাচীন। শাসক হীরক রাজা হয়ে উঠলে ভবিষ্যতেও তা হবে। কেবল সময়ের ফের মাত্র। নতুন এক বাংলাদেশ মানতেই পারছে না ভারত। গণআন্দোলনের তোড়ে গদিচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার হেন চেষ্টা নেই যা না করছে।