বিসিএস স্বাস্থ্য ক্যাডার নিয়ে এই বৈষম্য কবে দূর হবে

প্রথম আলো তুহিন ওয়াদুদ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

বিসিএস প্রশাসন ক্যাডার কিংবা পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বিশেষ সুবিধা নিশ্চিত করার কাজ করেছে অতীতের রাজনৈতিক সরকারগুলো। অন্তর্বর্তী সরকারও তার ব্যতিক্রম নয়। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার সবার জন্য অভিন্ন সুবিধা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখছি, Ñআগের ধারাবাহিকতা বজায় আছে।


গত কয়েক মাসে অবিশ্বাস্য গতিতে প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চনার ক্ষতি পুষিয়ে দিতে সরকার কাজ করেছে। প্রশাসন ক্যাডারের যে কর্মকর্তা মারা গেছেন, সেই কর্মকর্তারও বঞ্চনা দূরীকরণে কাজ চলমান। বঞ্চনা দূরীকরণে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি অবসরে যাওয়া দেড় হাজার কর্মকর্তার বঞ্চনা দূরীকরণে সুপারিশ করেছে। অবসরে যাওয়া কর্মকর্তাদের চুক্তিভিত্তিক বিভিন্ন পদেও বসানো হচ্ছে।


সরকারের এসব উদ্যোগ তখন সাধুবাদ পেত, যখন সরকার সব ক্যাডারের কর্মকর্তাদের বৈষম্য দূরীকরণে কাজ করত। তারপরও এই উদ্যোগের অনুসরণ সব ক্যাডারেই হওয়া জরুরি। কেবল কি প্রশাসনসহ দু-একটা ক্যাডারে বৈষম্য হয়েছে? দেশে কি আর কোনো ক্যাডারে বৈষম্য হয়নি? যদি সব ক্যাডারের বৈষম্য দূর করা না হয়, তাহলে আন্তক্যাডার বৈষম্য চরমে পৌঁছাবে।


বিসিএস স্বাস্থ্য ক্যাডার সবচেয়ে বৈষম্যের শিকার হলেও এই ক্যাডারের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ একেবারেই নেই। এই মন্ত্রণালয়ের উপদেষ্টার যোগ্যতা নিয়েও জনমনে বিস্তর প্রশ্ন আছে। অনেকেই মনে করছেন, এই উপদেষ্টা স্বাস্থ্য ক্যাডারের শৃঙ্খলা ফেরাতে পারেননি। চিকিৎসকদের দেশের বাইরে বিষয়ভিত্তিক সভা ও সেমিনারে যাওয়ার ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ দূর করা হয়নি। রোগীদের ভারতমুখী হওয়া বন্ধ করতেও চিকিৎসকদের ন্যায্যতাভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।



জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি বৈষম্য দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের বঞ্চনা দূরীকরণে অনুরূপ ব্যবস্থা নিয়েছেন। যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের কয়েক দিনের ব্যবধানে তিনবার পর্যন্ত পদোন্নতি দিয়েছেন। শিক্ষা উপদেষ্টাও এমন উদ্যোগ গ্রহণ করেছেন যে শিক্ষা ক্যাডারে অনেককে পদোন্নতি দিয়েছেন।


স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বৈষম্য দূরীকরণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। ক্লিনিক্যাল, নন–ক্লিনিক্যাল, প্রশাসনিক, শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা; যাঁরা প্রত্যেকে বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে যোগদান করেছেন। কখনো পদ–স্বল্পতার দোহাই দিয়ে, কখনো বৈষম্যমূলক নীতিমালার মাধ্যমে এই ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রেই কেবল পদের প্রশ্ন!


স্বাস্থ্য অধিদপ্তর পদোন্নতির জন্য প্রহসনমূলক (!) ফিটলিস্ট প্রস্তুত করে। এই ফিটলিস্ট চূড়ান্ত করতে ও মন্ত্রণালয়ে পাঠাতে বছরের পর বছর লেগে যায়। একই ফিটলিস্ট পাঁচ থেকে সাতবার প্রস্তুত করে। ফিটলিস্ট হওয়ার পর কয়েক বছর ধরে কেবল শোনানো হয় ‘পদোন্নতি হবে’। সেই পদোন্নতি আর হয় না। এরই মধ্যে অনেকে অবসরেও চলে যান। যদিওবা কয়েকজনের পদোন্নতি হয়, তা হয় পদোন্নতির তারিখ থেকে, যোগ্যতা অর্জনের তারিখ থেকে নয়।
শিক্ষা ক্যাডারে কয়েক দিন আগে পদোন্নতি পেয়েছেন ৯২২ জন। স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি হচ্ছে নামমাত্র। শিক্ষা ক্যাডারের জন্য কোনো ডিগ্রি ছাড়াই অধ্যাপক হতে পারবেন। কোনো প্রকাশনাও লাগবে না। অন্যান্য ক্যাডারের জন্যও একই বিধান। চিকিৎসকদের জন্য পাঁচ বছরের অতিরিক্ত ডিগ্রি থাকলেও তাঁরা পদোন্নতি পান না। এর ওপর আছে অনেক প্রকাশনা।


আমার বাবা সরকারি চিকিৎসক ছিলেন। আমার অনেক পরিচিত, স্বজন ও আত্মীয় চিকিৎসক। যে বাসায় থাকি, সেই বাসায় আটজন চিকিৎসক থাকেন। তাঁদের পদোন্নতির বেহাল অবস্থা দেখে নিজেরই লজ্জা লাগে। ধরা যাক, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তার সঙ্গে একই দিনে পেট্রোবাংলার চতুর্থ শ্রেণির কর্মচারী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও ব্যাংকের তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মচারী চাকরিতে যোগদান করলেন। দেখা যাবে, একসময় স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তার চেয়ে অন্য সবাই উচ্চতর গ্রেডে উন্নীত হবেন। অন্যদিকে বৈষম্যে তলানিতে পড়ে থাকবেন চিকিৎসক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও