৩৭ ছক্কায় ২০ ওভারে বিশ্বরেকর্ড ৩৪৯
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
টি-টোয়েন্টির ময়দানে কদিন আগেই জিম্বাবুয়ের গড়া দলীয় সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ড দুই মাসও টিকল না। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রানের বন্যা ছুটিয়ে, ভানু পানিয়ার তাণ্ডবে গত অক্টোবরে গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছে বারোদা।
ভারতের টি-টোয়েন্টি সংস্করণের ঘরোয়া এই টুর্নামেন্টে বৃহস্পতিবার পানুর খুনে মানসিকতা এবং তার সতীর্থদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে বল ফেলারই জায়গা পাচ্ছিল না সিকিমের বোলাররা।
চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৫ উইকেটে ৩৪৯ রান করে বারোদা। ভেঙে দেয় গত ২৩ অক্টোবর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড।