
বাফুফেকে ৩০ কোটি টাকা অনুদান দেবে এএফসি
স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বড় অঙ্কের অনুদান পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই অনুদানের পরিমাণ প্রায় ২৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।
সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এএফসি কংগ্রেসে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এএফসি কংগ্রেস নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সহ-সভাপতি হ্যাপি ও সাধারণ সম্পাদক তুষার। এসময় হ্যাপি জানান, ‘এএফসি কংগ্রেস থেকে আমরা আড়াই মিলিয়ন ডলার অনুদান পেয়েছি আমাদের স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের জন্য। এছাড়া জাপান, কাতার ও সৌদি আরবের ফেডারেশনগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে ফুটবলের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী—রেফারি, একাডেমি, খেলোয়াড় উন্নয়ন সব ক্ষেত্রেই।’