
ফাইনালে কিংসকেই পেল আবাহনী
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৫তম মিনিটে আর্জেন্টাইন ফুটবলার হুয়ান এদুয়ার্দো লাসকানোর জায়গায় বদলি নামেন ইনসান হোসেন। পার্থক্য গড়েন দেন আট মিনিটেই। দারুণ এক হেডারে জয়ের নায়ক এই ১৯ বছর বয়সী তরুণ। তাতে ফাইনালের টিকিট পেয়ে যায় বসুন্ধরা কিংস।
মঙ্গলবার কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। এরপর অতিরিক্ত সময়ে কাঙ্ক্ষিত গোল পেয়ে ফাইনালের টিকিট মিলে কিংসের।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে প্রতিপক্ষের অপেক্ষা করছিল আবাহনী লিমিটেড। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে ঠিকই ফাইনালের টিকিট পেয়ে গেল কিংস। ফলে পুরনো প্রতিদ্বন্দ্বীকেই ফাইনালে পেল আবাহনী।
ম্যাচের প্রথমার্ধে তেমন বিশেষ কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ডান প্রান্ত থেকে নাবিব নেওয়াজ জীবনের কাটব্যাক তপু বর্মণ ঠেকাতে না পারলে পেয়ে যান সলোমন। বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
- ট্যাগ:
- খেলা
- ফেডারেশন কাপ ফুটবল