সমর্থকদের থেকে প্রাণশক্তি নিয়ে পিএসজিকে হারানোর প্রত্যয় এমেরির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৮

প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে বড় ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যেতে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে তাই প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে অ্যাস্টন ভিলাকে। ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে সেটা সম্ভব বলেই বিশ্বাস ইংলিশ ক্লাবটির কোচ উনাই এমেরির।


প্যারিসে গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হারে ভিলা। মর্গ্যান রজার্স দলটিকে এগিয়ে নেওয়ার পর পিএসজির হয়ে একে একে জালের দেখা পান দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেস।


ভিলা পার্কে মঙ্গলবার হবে ফিরতি লেগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও