
আইপিএলে মুস্তাফিজ সতীর্থের বিব্রতকর কীর্তি
চেন্নাই সুপার কিংসের রিটেনশনের তালিকায় ছিল মাথিশা পাথিরানার নাম। পেস আক্রমণের বড় ভরসা হয়েই ছিলেন তাদের জন্য। চলতি আসরেও খলিল আহমেদ, নূর আহমেদের সঙ্গে চেন্নাইয়ের বোলিং বিভাগে কার্যকর ভূমিকায় পাথিরানা। টানা ৫ হারের পর লখনৌর বিপক্ষে জয়ের ম্যাচেও পাথিরানা রেখেছেন অবদান। ৪৫ রান খরচা করলেও পেয়েছেন ২ উইকেট।
তবে লখনৌর বিপক্ষে এই ম্যাচেই বিব্রতকর এক রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার এই পেসার। নিজের ৪ ওভারের স্পেলে দিয়েছেন ৬ ওয়াইড। তাতে আইপিএল ক্যারিয়ারে ৮০টি ওয়াইডের চক্র পূরণ করেছেন তিনি। পাথিরানার নিজের অভিষেকের পর থেকে আর কোনো বোলারই আইপিএলে এত বেশি ওয়াইড বল করেননি।
পাথিরানার আইপিএল অভিষেক হয় গুজরাট টাইটান্সের হয়ে ২০২২ আসরে। এরপরেই চলে আসেন চেন্নাইয়ে। সেখানেই আছেন এখন পর্যন্ত। আইপিএলে খেলেছেন ২৫ ম্যাচ। তাতে ওয়াইড ৮০টি। পেছনে ফেলেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ৭৮ ওয়াইডের বিব্রতকর রেকর্ডকে।
- ট্যাগ:
- খেলা
- আইপিএল
- মুস্তাফিজুর রহমান