You have reached your daily news limit

Please log in to continue


মবোক্রেসি একটি ভয়াবহ অপরাধ উল্লাস বা আনন্দের বিষয় নয়

আশির দশকে রংপুর থেকে আমাদের বাসায় এলো বেলাল। ফাই-ফরমাশ খাটতো, ছোট ভাইয়ের সাথে খেলতো আর একটু-আধটু পড়াশোনা করতো। তখন সপ্তাহান্তে বিটিভিতে বাংলা সিনেমা দেখাতো। বেলাল সেই সিনেমার একনিষ্ঠ দর্শক ছিল। সিনেমাতে হিরো যখন ভিলেনকে মারতো বা কোন মারামারির দৃশ্য দেখাতো, বেলাল তখন মবের পক্ষ নিয়ে দর্শক হিসেবেই সেই মারামারিতে উৎসাহ দিতো। রংপুরের আঞ্চলিক ভাষায় বলে উঠতো, “পিটা, আরো পিটা ক্যানে। আউশ করি পিটা, মারি ফ্যাল ওমারলাক।”

বেলালের কাছে জানতে চেয়েছিলাম, ঐটাতো সিনেমা, তাও তুই এতো উত্তেজিত কেন?” বললো, বুজান হাতের কাছে ওমাক (ভিলেন) পাছোনা তো। পালি পড়ে পিটি সিদা বানে দিতাম।” ভিলেনকে এই সিদা বানানোর ব্যাপারটাই হচ্ছে আজকের গণপিটুনিদাতাদের মানসিকতা। এখানে যাকে পিটানো হচ্ছে, ধরেই নেয়া হয় সেই ব্যক্তি অপরাধী। তাই কোনোরকম খোঁজ না নিয়েই একদঙ্গল লোক ঝাঁপিয়ে পড়ে মানুষকে হত্যা করার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন