
বাজার নিয়ন্ত্রণে টিসিবি কতটুকু কার্যকর?
আমি ১৯৯২ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকের পাবলিক সেক্টর হেড হিসেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশেরও (টিসিবি) রিলেশনশিপ ম্যানেজার ছিলাম। এমনকি ক্রান্তিকালে টিসিবির বৃহৎ আমদানি ঋণপত্র খুলে ও অর্থায়ন করে পুরস্কৃতও হয়েছিলাম।
তাই অপরাপর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো টিসিবি নিয়েও আমার সম্যক ধারণা হয়েছে। সেই সঙ্গে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনের একজন ছাত্র ও বৈশ্বিক প্রতিষ্ঠানে অনেক দিন কর্মরত থাকার সুবাদে এটাও জানি যে ব্যক্তি খাতচালিত অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান খুব একটা কাজ করে না, বরং রাষ্ট্রীয় কোষাগার ক্ষতিগ্রস্ত হয়।