অর্থনীতির চালিকা শক্তি ব্যবসা–বাণিজ্যকে পেছনে রেখে যে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না, এ কথা অমোঘ সত্য। কঠিন বাস্তবতা হলো বাংলাদেশে বেসরকারি খাতের ব্যবসা–বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বহুমুখী সমস্যা আছে। যতই দিন যাচ্ছে, ব্যবসা–বাণিজ্যের সমস্যা বাড়ছে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে বারবার আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে সহায়তা মিলেছে সামান্যই।
গত শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের পূর্বাভাস: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ীরা ব্যবসা–বাণিজ্যের সমস্যা ও সংকট তুলে ধরেছেন। এই মুহূর্তে ব্যবসা–বাণিজ্যের সমস্যাগুলোর মধ্যে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস–বিদ্যুতের সংকট, ঘুষ–দুর্নীতি, সুদের উচ্চ হার, ব্যবসা চালাতে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, ব্যাংকে ঋণপত্র খোলা। এর মধ্যে ব্যাংকে ঋণপত্র খোলার সংকট কিছুটা কেটেছে। এটা অবশ্যই ইতিবাচক দিক।