অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনের আড়ালে সক্রিয় ফরওয়ার্ড পার্টি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বর্তমানে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে নানা দাবিতে আন্দোলন হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে সরকারকে আরও চাপে ফেলতে রাজধানীর শাহবাগ মোড়ে হাজারও মানুষ জড়ো করে বসে পড়ার পরিকল্পনা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন।
পরিকল্পনার অংশ- বিনাসুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ‘ভুঁইফোঁড়’ এ সংগঠনটি দেশের প্রায় সবকটি জেলা থেকে অন্তত এক হাজার বাস ভর্তি মানুষ নিয়ে সোমবার ভোররাত থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই তথ্য পাওয়ায় সে পরিকল্পনা ভেস্তে গেছে। দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আছেন মূল পরিকল্পনাকারী ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’-এর আহ্বায়ক আবম মোস্তফা আমীন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরী। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার পথে জেলা শহরগুলোতে গ্রেফতার হয়েছেন অনেকে।