পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ বিডিআর জওয়ানের মুক্তিতে বাধা নেই
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন বিডিআর জওয়ানের জামিনে মুক্তি পেতে আর বাধা নেই।
ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিলখানা হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে যারা খালাস পেয়েছেন, গত রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিনের আদেশ দেন বিচারক।
“আজ যাচাই বাছাই শেষে ১৭৮ জনের জামিন পাওয়ার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামিকাল বুধবার তাদের জামিননামা দাখিল করা হবে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে সেখানে কারাবিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা।”
বোরহান উদ্দিন বলেন, “হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, ওই ১৫ জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে।”