You have reached your daily news limit

Please log in to continue


বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবিতে গাজীপুরে গণসমাবেশ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে গাজীপুর নগরীতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর সারাব এলাকার সানসিটির মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

এর আগে, গত সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি তৈরি পোশাক কারখানার ফিনিসিং কোয়লিটি ইনচার্জ মো. মামুনুর রশিদ বলেন, কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে। কারখানা খোলা ছাড়া শ্রমিকদের হাতে বিকল্প কোনো ব্যবস্থা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে।

গণসমাবেশের আগে শ্রমিকরা ওই এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। এতে কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলা হয়, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে তারা যেন একত্রিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন