সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
সব রাষ্ট্রের সঙ্গে ‘বন্ধুত্বের সম্পর্ক’ রেখে, পারস্পরিক ‘আস্থা ও সহযোগিতার’ পররাষ্ট্রনীতি নিয়ে ‘বাংলাদেশ চলবে’ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ধর্মের ও মতাদর্শের ভেদাভেদ ভুলে দেশের মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা।”
এ আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সান্নিধ্য পাওয়ায় ‘গর্বিত ও অনুপ্রাণিত’ হওয়ার কথাও বলেন সরকারপ্রধান।
তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।“