নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া যেমন হওয়া দরকার
বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে বাদানুবাদপূর্ণ দেশে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার জন্য স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সুচিন্তিত প্রক্রিয়ার প্রয়োজন। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থার গুরুত্ব বিবেচনা করে, এই প্রক্রিয়াটি মেধাভিত্তিক নির্বাচন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণমূলক এবং কঠোর জবাবদিহি ব্যবস্থা নিশ্চিত করার দিকে অধিকতর মনোযোগী হওয়া উচিত। একটি নির্ভরযোগ্য নির্বাচন কমিশন নিয়োগে সহায়তা করতে পারে এমন একটি কৌশল সম্পর্কে একটি ধারণা এখানে তুলে ধরা হলো।
সংবিধানের অংশ VII (নির্বাচন), অনুচ্ছেদ ১১৮(১)-এ বলা হয়েছে, ‘বাংলাদেশের জন্য একটি নির্বাচন কমিশন থাকবে, যা প্রধান নির্বাচন কমিশনার ও সর্বাধিক চারজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত হবে এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো আইনের বিধান সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে (যদি থাকে) নিয়োগ করা হবে।