স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি
জনবহুল বাংলাদেশে জনসংখ্যার তুলনায় সরকারি-বেসরকারি হাসপাতালের সুবিধা অপ্রতুল। অগণিত রোগীর বেসামাল অবস্থায় সরকারি হাসপাতালগুলো বিপর্যস্ত। প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য লোকবল, ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির সংকটে পর্যাপ্ত সেবাপ্রদান প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সক্ষমতার তুলনায় তিন-চারগুণ বেশি রোগীকে সেবাদান সর্বত্রই কঠিন রূপ পরিগ্রহ করেছে।
এই সুযোগে অধিকাংশ বেসরকারি হাসপাতাল রমরমা ব্যবসা করে যাচ্ছে। সেবাগ্রহীতার জন্য এসব হাসপাতালের চিকিৎসা ব্যয় অসহনীয় পর্যায়ে ঠেকেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন পরিষেবায় অভিজ্ঞ-প্রশিক্ষিত কতিপয় চিকিৎসকের আকাশছোঁয়া ফি পরিশোধে জনগণের নাভিশ্বাস উঠছে। অবৈধ-অসাধু উপায়ে অর্থ উপার্জনকারী ছাড়া মধ্য-নিম্নবিত্ত নাগরিকদের পক্ষেও চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে গড়ে ওঠা বিশাল ভবনের হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে তারা সম্পূর্ণ অপারগ। বিত্তশালী ব্যক্তি ও ধনাঢ্য রাজনীতিকদের ঘনঘন বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া এক ধরনের বিলাসিতায় পরিণত হয়েছে। এসব হাসপাতাল কর্তৃক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অপ্রয়োজনীয় অর্থ আদায় তাদের বাণিজ্যিক লোভ-লালসার অন্যতম পন্থা হিসাবে বিবেচিত।
- ট্যাগ:
- মতামত
- স্বাস্থ্য ব্যবস্থা