ঢাকা নিয়ে ভাবতে হবে
আমাদের পূর্বপুরুষ কলকাতায় গিয়েছিল, আবার তাদের অনেক পূর্বপুরুষ হয়তো দিল্লি গিয়েছিল ভাগ্য অন্বেষণে। সুখী সংসার পাতার আশায়। সেকালে জনসংখ্যা যে একটি চিন্তার বিষয় হতে পারে শাসকরা ভাবতেও পারেনি। কলকাতাকে জনসংখ্যা সমস্যায় ভুগতে হয়েছে।
তাই হয়তো পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বিলেতে যেতে হয়েছিল কলকাতা শহর গোছাতে পরামর্শক বেছে আনতে। তিনি শহরটির চেহারা বদলাতে পেরেছিলেন। কলকাতার মানুষ বেশ আছে। কিন্তু আমরা? ভুলেও তাবৎ রাজনীতিবিদরা ঢাকার সমস্যা দূর করতে এতটুকু মনোনিবেশ করেননি।
- ট্যাগ:
- মতামত
- জনসংখ্যা
- রাজনীতিবিদ