You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতির উদ্দেশ্য ব্যক্তি বা গোষ্ঠীর আ‍‍র্থিক সমৃদ্ধি হলে কোনো সংস্কারই কাজে লাগবে না

ড. বদিউল আলম মজুমদার, ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি কুমিল্লা বা‍র্ডের বো‍র্ড অব গভ‍‍র্নর্সের, টিআইবির উপদেষ্টা পরিষদের এবং ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ‘হাইসাওয়া ফান্ড কোম্পানি’-এর বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ছিলেন। তিনি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে কথা বলেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম

নির্বাচনী ব্যবস্থা ও কাঠামো সংস্কার নিয়ে কথা হচ্ছে। আপনি নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে আছেন। সংস্কার নিয়ে কী ভাবছেন?

দীর্ঘদিন ধরেই গণতন্ত্র, সুশাসন ও নির্বাচন নিয়ে কাজ করছি। আমাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে যে নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করা। যাতে এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা আরো বেগবান ও সফল হতে পারে। নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভিন্ন আইন-কানুন ও বিধি-বিধানের পর্যালোচনা করা, অংশীজনের সঙ্গে আলোচনা, দেশের অতীত অভিজ্ঞতা ও বাংলাদেশের মতো দেশগুলোর অভিজ্ঞতার আলোকে কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করাই আমাদের দায়িত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন