১৩১ বছরের যে রেকর্ড ভেঙে ট্রাম্পের প্রত্যাবর্তন

কালের কণ্ঠ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৯:১৫

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অর্থাৎ চার বছর পর আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন এই রিপাবলিকান।


২০১৬ সালের প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরের নির্বাচনে পরাজিত হন।

এবারের চেষ্টায় অবশ্য সাফল্য পেয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২৭৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে লাগে যেখানে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।


এবারের জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এমন প্রত্যাবর্তনের গল্প খুব কম প্রেসিডেন্টই লিখেছেন, ট্রাম্পের আগে মাত্র একজন।


দ্য হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, ট্রাম্পের আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন নজির গড়েছিলেন। নির্বাচনে হেরে আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই ডেমোক্র্যাট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও