You have reached your daily news limit

Please log in to continue


পেনসিলভানিয়ায় জিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে তৃতীয় হিসেবে পেনসিলভানিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আর তাঁর এই জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হলো। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে।  

যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান রাজ্য হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।

এখন যে চার দোদুল্যমান রাজ্যের ভোট বাকি রইল, তার মধ্যে সব কটিতেই ট্রাম্প এগিয়ে আছেন। এর মধ্যে উইসকনসিনে ৯০ ভাগ ভোট গণনা হয়ে গেছে। সেখানে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ৪ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন।

এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০। এই অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৭৬।

সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে প্রথমে নর্থ ক্যারোলাইনা ও পরে জর্জিয়াতে জেতেন ট্রাম্প। আর দুটিতে জিতে তাঁর ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৪৭টিতে। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি করে। আর পেনসিলভানিয়ায় ভোটের সংখ্যা ১৯।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন