You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগই রুশ ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এফবিআই। মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার নির্বাচনী কেন্দ্রগুলোতে বোমা হামলার এই হুমকি দেওয়া হয়।

তবে এসব হুমকি ‘ভুয়া’ বলে জানিয়েছে এফবিআই। নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তাকে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা হামলার হুমকির জেরে জর্জিয়ার ফালটন কাউন্টির দুটি কেন্দ্রে সাময়িকভাবে নির্বাচন বন্ধ রাখতে হয়। এ কারণে কাউন্টির কর্মকর্তারা আদালতের কাছে নির্ধারিত সময়সীমার পরও ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন।

জর্জিয়ার মন্ত্রী ব্র্যাড রাফেনসপারগার এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে বলেছেন, দেশটি মার্কিন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন