দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প-কমলা কে কেমন করছেন

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। ভোট গণনা চলার মধ্যে আসতে শুরু করেছে ফলাফল। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১০টা) রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি।


প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। এ ক্ষেত্রে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য।


এসব অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত তিনটিতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হলো–জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়া।


অন্যদিকে, কমলা হ্যারিস এগিয়ে আছেন মিশিগানে। যদিও এ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও এগিয়ে আছেন তিনি। অ্যারিজোনায় অর্ধেক ভোট গণনা শেষ হয়েছে।


এর আগে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় জয়ী হন। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে বাকি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে জেতেন। অবশ্য দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান ছিল কম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও