আইফোনে সিরির সঙ্গে চ্যাটজিপিটি ব্যবহার করবেন কীভাবে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১৮:১১
টেক জায়ান্ট অ্যাপল নিজেদের এআই ব্যবস্থা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ঘোষণার পর থেকেই অন্যতম প্রত্যাশিত ফিচারগুলোর একটি ছিল সিরি ও চ্যাটজিপিটির যুগলবন্দী।
সিরি হল অ্যাপলের ডিজিটাল সহকারী, যা বিভিন্ন অ্যপল ডিভাইসে বিল্ট-ইন ফিচার হিসেবে পাওয়া যায়। কেবল কণ্ঠস্বর ব্যবহার করে কল করা ও অ্যাপ ব্যবহার করার মতো বিভিন্ন কাজ করার সহজ উপায় এ ফিচার। আর অ্যাপলের নতুন আইওএস আপডেটের মাধ্যমে এ ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি। ফলে, নতুন কিছু সুবিধা যোগ হয়েছে এ ফিচারে।
সিরি ও চ্যাটজিপিটি যুক্ত হওয়ার ফলে, সিরির কাছে প্রশ্ন করে সন্তোষজনক উত্তর না পেলে সেটি চ্যাটজিপিটির কাছে পাঠানো যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- চ্যাটজিপিটি