![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-21%252Faqsfqitn%252FApple.jpg%3Frect%3D0%252C31%252C660%252C440%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
২০২৪ সালের সেরা অ্যাপ ও গেমস
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯
অ্যাপল ২০২৪ সালের অ্যাপ স্টোর পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা, নকশা এবং উদ্ভাবনের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখার জন্য এ বছর ১৭টি অ্যাপ এবং গেম স্বীকৃতি পেয়েছে।
৪৫টি মনোনীত অ্যাপ ও গেমের মধ্য থেকে চূড়ান্তভাবে এই বিজয়ীদের নির্বাচন করেছেন অ্যাপ স্টোরের সম্পাদকেরা। বিজয়ী ডেভেলপারদের মধ্যে রয়েছেন একক উদ্যোক্তা থেকে শুরু করে বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। দেখে নেওয়া যাক ২০২৪ সালের সেরা অ্যাপসের মধ্যে কোনগুলো রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সেরা অ্যাপ
- গেমস