You have reached your daily news limit

Please log in to continue


অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিতে হবে

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এক বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেছে। আমি ঠিক সংস্কারের কথা বলব না। আমি অর্থনীতিতে বিদ্যমান বিভিন্ন কঠিন সমস্যা বা চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলতে চাই। অভ্যন্তরীণ অর্থনীতিতে যেসব সমস্যা বর্তমানে প্রকট হয়ে দেখা দিয়েছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সৃষ্ট বা তৈরি কোনো সমস্যা নয়। এগুলো অনেক দিন ধরেই আমাদের অর্থনীতিতে বিদ্যমান রয়েছে। দ্রুত সমাধান করা না গেলে আগামীতে এসব সমস্যা আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তাই এ মুহূর্তে অর্থনীতিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর ও উপযোগী পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে আমাদের রপ্তানি খাতে সংকোচন প্রত্যক্ষ করা যাচ্ছে। পণ্য রপ্তানি খাত সংকুচিত হলে তা বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্থিতির ওপর চাপ সৃষ্টি করে। রপ্তানি আয় কমে গেলে বৈদেশিক মুদ্রার বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হার বা মান কমে যেতে পারে। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে সেটা আবার মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। কাজেই রপ্তানি খাতকে চাঙা রাখা আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন