You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র কি একজন নারী প্রেসিডেন্ট পাবে

যুক্তরাষ্ট্রের এবারের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে কেউ এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। রাজনীতিবিদ, কূটনীতিক এবং এমন কি জ্যোতিষীদের মধ্যেও এ ব্যাপারে যথেষ্ট মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএনসহ বিশ্বের বিভিন্ন প্রাক-নির্বাচনকালীন জনমত জরিপকারী গণমাধ্যম কিংবা সংস্থার হিসাব-নিকাশ অনুযায়ী এবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকানদলীয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচনী লড়াই হবে হাড্ডাহাড্ডি। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪৩টিতে প্রাক-নির্বাচনকালীন জরিপে উভয়েই পেয়েছেন ৪৭ শতাংশ করে জনপ্রিয় ভোট।

আর বাদবাকি সাতটি দোদুল্যমান রাজ্যের (সুইং স্টেটস) কমবেশি ৭ শতাংশ ভোটই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। নিজেদের ভোট প্রদানের বেলায় যারা আগে থেকেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, তারা সাধারণত দেখেশুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে থাকে। সে কারণে আগে থেকেই চূড়ান্তভাবে ফলাফলের ব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে ওঠে না।

এটা গেল নির্বাচনের সম্ভাব্য ফলাফলের এক দিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন