বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। প্রতি বছর বর্ষা মৌসুমে নেমে আসে বন্যার ভয়াবহতা। বন্যার পানিতে শুধু ঘরবাড়ি নয়, ভেসে যায় মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ!
এ যেন এক নিষ্ঠুর পুনরাবৃত্তি। বছর, বছর একই দৃশ্য। তবে নেই কোনো প্রস্তুতি বা টেকসই সমাধান। প্রতিবারই আমরা প্রস্তুত হই। প্রতিবারই হাজার পরিবার সব হারিয়ে ফেলে।
ত্রাণ নয়, পরিত্রাণ চাই। এটা কি শুধু কথা আর শ্লোগানেই থেমে থাকবে? চলতি বছরেও বর্ষার শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে অতিবৃষ্টি, নদী ভাঙন এবং বন্যার ঝুঁকি। এখনো অনেক অঞ্চলে উপযুক্ত বাঁধ নেই, নেই ড্রেনেজ ব্যবস্থা কিংবা দুর্যোগপূর্ণ প্রস্তুতি।