শীতল মেঝেতে চাই কার্পেট

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১০:২৬

শীত এলেই ঘরে কার্পেটের কদর বাড়ে। আমাদের বাড়ির মেঝেগুলো টাইলস, মোজাইক বা অক্সাইড রঙের হয়। এ ধরনের মেঝে অনেক বেশি ঠান্ডা থাকে। শীতে ঠান্ডা আরও বেড়ে যায়। তাই মেঝের ঠান্ডা কমাতে ভরসা রাখতে হয় কার্পেট, শতরঞ্জি বা র‌্যাগের ওপর। কার্পেট, র‌্যাগ, শতরঞ্জি শুধু ঠান্ডা থেকে রক্ষা করে না, ঘরের সৌন্দর্য বাড়ায়। শীতে ঘরের আয়তন বুঝে বেছে নেওয়া যায় নানা ধরনের কার্পেট, র‌্যাগ, শতরঞ্জি। বাছাই করার সময় যে বিষয়টা মাথায় রাখতে হয় তা হলো কার্পেটের  নকশা, আসবাব, দেয়াল ও পর্দার রঙ। লিখেছেন মোহসীনা লাইজু


কার্পেটের বিন্যাস


ঘরের সৌন্দর্য বাড়াতে সিনথেটিক কার্পেটের চাহিদা বাড়ছে। এ ধরনের ম্যাট বা কার্পেট আছে নানা রঙ ও ধরনের।  আকারেও পাওয়া যায় বৈচিত্র্য। এর পাশাপাশি আর্টিফিসিয়াল সবুজ ঘাসও ঘর বারান্দা সব জায়গায় ব্যবহার হচ্ছে। তবে শীতে কার্পেট বা শতরঞ্জি যাই ব্যবহার করুন না কেন, অনেক বিষয় মাথায় রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও