জাতিসংঘ মহাসচিবের বাণীর প্রতিধ্বনি ব্রিকসে

দেশ রূপান্তর গোবিন্দ শীল প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১১:০০

চলতি মাসের ২৩ তারিখে রাশিয়ার কাজান শহরে শেষ হওয়া ব্রিকস (Brazil-Russia-India-China and South Africa) শীর্ষ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাণীর প্রতিধ্বনি করেছেন অংশগ্রহণকারী নেতারা। গত বছর ২০ সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদে ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বিষয়ে উন্মুক্ত এক বিতর্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পৃথিবীতে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করেছে। এটি চলতে থাকলে আরও বিপজ্জনক পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। সংলাপ, কূটনীতি এবং ন্যায়সংগত শান্তির মাধ্যমে চলমান এই সংকট সমাধানের জন্য তিনি সব দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।


ব্রিকস সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা সমস্ত রাষ্ট্রকে সামঞ্জস্যপূর্ণ ও পরিপূর্ণভাবে তাদের নিজেদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতির সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করার ওপর জোর দিচ্ছি। আমরা সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মধ্যস্থতা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি প্রশংসার সঙ্গে উল্লেখ করছি।’ ফলে- বুঝতে অসুবিধা হয় না যে রাশিয়াও এখন এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ইতি শান্তিপূর্ণভাবে টানতে চায়, যেখানে কূটনীতি ও আলোচনার বিষয়টি মূল ভূমিকা রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও