ডেঙ্গুতে আর্থিক ক্ষতি ঠেকাতে টেকসই পরিকল্পনা জরুরি
ক্ষুদ্র পতঙ্গ মশা, কিন্তু তার দ্বারা সাধিত অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি। পৃথিবীতে সাড়ে তিন হাজারেরও বেশি প্রজাতির মশা রয়েছে, তার মধ্যে প্রায় ২০০ প্রজাতির মশা বিভিন্নভাবে মানুষের রোগশোকের জন্য দায়ী। মশাই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়েছে। আর মানুষের মৃত্যু ঘটানোর জন্য দ্বিতীয় অবস্থানে আছে মানুষ।
প্রতি বছর মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ মারা যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মশাকে জনস্বাস্থ্যের জন্য; বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর শীর্ষ হুমকির তালিকাভুক্ত করেছে। প্রতি বছর বিভিন্ন দেশ মশা নিয়ন্ত্রণ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে এবং মশার কামড়-পরবর্তী জটিলতার সম্মুখীন হওয়া রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করে, যার ফলে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় দেশগুলো।
- ট্যাগ:
- মতামত
- ডেঙ্গুর টিকা
- ডেঙ্গু
- ডেঙ্গু পরীক্ষা